ভ্রমন ও পর্যটন
সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের স্থান কুয়াকাটা
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকটা, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ায় একটি মাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়া যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুন ব্যপার