ভ্রমন ও পর্যটন
এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বাংলাদেশে
সাফারি পার্ক বলতে এমন এক কৃত্রিম বনাঞ্চল বুঝায়, যেখানে বিশাল এলাকা জুড়ে বন্য প্রানীদের অবাধে বিচরন পরিবেশ বিদ্যমান থাকে । পর্যটকগন সুরক্ষিত যানে বা সুরক্ষিত পথে প্রাণী বিচরন পর্যবেক্ষন করতে পারে। গাজিপুর জেলার শ্রীপুরে গড়ে তোলা হয়েছে এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক