কাবার চাবিরক্ষকের মৃত্যুতে যা বললেন আজহারি
পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি সাহাবী উসমান ইবনে তালহার ১০৯তম উত্তরসূরি এবং কাবার চাবিরক্ষক ছিলেন। শনিবার হারামাইন শরিফাইন নিজেদের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।