বিশ্বময় ইসলাম প্রকাশনার সময়: শনিবার ১৫, জুন ২০২৪

সাফা ও মারওয়ায় ‘সায়ী’ করার বিধান

Share on:

hajj_3.original.format-webp

পবিত্র হজ পালনে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফের পর সাফা ও মারওয়া পাহাড়ে ‘সায়ী’ করতে হয়। এটি হজ ও ওমরা পালনের অন্যতম অংশ। ইব্রাহিম (আ.), তার স্ত্রী বিবি হাজেরা ও ছেলে ইসমাইল (আ.) এর স্মৃতিবিজড়িত এই জায়গায় সায়ী করা ওয়াজিব বা আবশ্যকীয় কর্তব্য। মূলত কাবা শরীফের নিকটবর্তী এ জায়গায় বিশেষ রীতিতে সাতবার প্রদক্ষিণ করাকেই সায়ী বলা হয়।